শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | ইডি-কে তিরস্কার সুপ্রিম কোর্টের! রসিকতার সুরে কী বললেন বিচারপতি?

RD | ১১ এপ্রিল ২০২৫ ১৭ : ৪০Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি খেয়াল রাখা উচিত ইডির। একটি মামলায় পর্যবেক্ষণে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

ইডিরই দায়ের করা একটি মামলা থেকেই বিতর্কের সূত্রপাত। ছত্তিশগড়ের নাগরিক আপুর্তি নিগম দুর্নীতির মামলা (এনএএন কেলেঙ্কারি) ছত্তিশগর থেকে দিল্লিতে স্থানান্তরের দাবিতে মামলা দায়ের করেছিল ইডি। আর্থিক প্রতারণা সংক্রান্ত তদন্তকারী সংস্থা ওই মামলাটি দায়ের করে সংবিধানের ৩২ নম্বর ধারা অনুয়ায়ী। ওই ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার কথা বলে হয়েছে। সমস্যা হল ইডি একটি সংস্থা হওয়া সত্ত্বেও নাগরিকদের জন্য প্রণীত আইনে আবেদন করে শীর্ষ আদালতে। যা নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। 

শীর্ষ আদালত প্রশ্ন, ইডি কেন ৩২ নম্বর ধারা অনুয়ায়ী আবেদন করল? 

এরপরই ভুল বুঝতে পেরে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু মামলাটি প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। যদিও আদালতে তিনি খানিক মসকরা করে বলেন, "ইডির-ও তো মৌলিক অধিকার থাকা উচিত।" 

যা শুনে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ বলে, "ইডির যদি মৌলিক অধিকার থেকে থাকে তাহলে ইডিকেও খেয়াল রাখতে হবে, সাধারণ নাগরিকদেরও একইরকম মৌলিক অধিকার আছে।" শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট, ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়।

গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছিল যে, ছত্তিশগড়ের মামলায় প্রাক্তন আইএএস অফিসার অনিল টুটেজা তাঁকে দেওয়া আগাম জামিনের অপব্যবহার করেছেন। তদন্ত সংস্থাটি সম্প্রতি একটি চমকপ্রদ দাবি করেছে যে, ছত্তিশগড়ের কিছু আমলা বহু কোটি টাকার এনএএন কেলেঙ্কারির অভিযোগে উদ্ভূত অর্থ পাচার মামলায় কিছু অভিযুক্তকে বিচার ব্যবস্থায় ছাড় নিশ্চিত করার জন্য একজন হাইকোর্টের বিচারকের সঙ্গে যোগাযোগ করছেন।

পিএমএলএ মামলা ছত্তিশগড়ের বাইরে স্থানান্তরের দাবি ছাড়াও, ইডি অর্থ পাচার মামলায় কিছু প্রভাবশালী অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া আগাম জামিন বাতিল করার দাবি জানিয়েছে।

২০১৯ সালে, ইডি সিভিল সাপ্লাই কেলেঙ্কারিতে ছত্তিশগড় পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এবং দুর্নীতি দমন ব্যুরো কর্তৃক দায়ের করা এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে অভিযোগ দায়ের করে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজ্যের দুর্নীতি দমন ব্যুরো পিডিএস ব্যবস্থার কার্যকর পরিচালনা নিশ্চিত করার জন্য নোডাল সংস্থা ন্যানের কয়েকটি অফিসে অভিযান চালিয়ে ৩.৬৪ কোটি টাকা বেহিসাবি নগদ অর্থ বাজেয়াপ্ত করলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) -এর কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে।

অভিযানের সময় সংগৃহীত চাল এবং লবণের অনেক নমুনার মান পরীক্ষা করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে- সেগুলি নিম্নমানের এবং মানুষের ব্যবহারের অনুপযুক্ত। টুটেজা যখন ন্যানের চেয়ারপারসন ছিলেন, তখন শুক্লা ম্যানেজিং জাইরেক্টর ছিলেন।


Supreme CourtSupreme Court EDEnforcement Directorate

নানান খবর

নানান খবর

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...

চাকরি পেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালো স্ত্রী, হাতে নাতে ধরে ফেলল স্বামী

উমিয়াম-জোরাবাট এক্সপ্রেসওয়েতে ১০০ দিনে ২৫টি প্রাণহানি স্পিডিং ও মদ্যপ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

তরুণীর এক ভেল্কিতেই জব্দ সাইবার প্রতারক, জানলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে

৫ বছরের শিশুকে একি করতে বললেন চিকিৎসক! ভিডিও ভাইরাল, তদন্তে স্বাস্থ্য বিভাগ

হিন্দু বোর্ডে মুসলমানদের রাখবেন?: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে কেন্দ্রকে খোঁচা শীর্ষ আদালতের 

সোশ্যাল মিডিয়া